শ্রোতাদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে, জনগনের জীবনমান উন্নীতকরনের জন্য শিক্ষাদান এবং নিজস্ব ঐতিহের ধারাবাহিকতায় সংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদন দেয়াই বাংলাদেশ বেতারের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
1) যে সকল বিষয় শ্রোতারা বেতারে শুনতে পান (প্রচার কার্যক্রমের ক্ষেত্রসমূহ)
বাংলাদেশ বেতার,সিলেট জনস্বার্থে সারা বছর প্রতিটি দিনে এর প্রচার কার্যক্রমে নিম্নবর্ণিত বিষয়গুলো প্রাধান্য দিয়ে থাকেঃ
ক) সংবাদ, সংবাদ পরিক্রমা, সংবাদ পর্যালোচনা
| খ) জাতির উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার। |
গ) কৃষি, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, মৎস্য ও পভ্রজক্রামজাকশু সম্পদ সংরক্ষণ, বার্ড ফ্লু প্রতিরোধ। | ঘ) মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, এইচ আই ভি/ এইডস্ প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, স্যানিটেশন। |
ঙ) সুশাসন, দুর্নীতি দমন ও প্রতিরোধ, ভেজাল প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ, সংস্কার ও উন্নয়ন, মানব সম্পদের সদ্ব্যবহার, বিদ্যুৎ-পানি ও গ্যাসের অপচয়রোধ, নির্বাচনে অংশগ্রহণের জন্য জনগণকে সচেতন করা। | চ) আর্থ-সামাজিক বিষয়সমূহ, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোগ, আয় বর্ধনমূলক কর্মকান্ড, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার। |
ছ) যুব উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়সমূহ, প্রতিবন্ধী কল্যাণ, প্রবীণদের কল্যাণ। | জ) দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া বার্তা, বিশেষ আবহাওয়া বার্তা, দুর্যোগপূর্ব সতর্কীকরণ ও প্রস্ত্ততি এবং করণীয়। |
ঝ) শিক্ষা, গণশিক্ষা, নারী শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা।
| ঞ) শিশু ও নারী উন্নয়ন এবং অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচার রোধ, হারানো বিজ্ঞপ্তি, পারিবারিক মূল্যবোধ, বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রতিরোধ। |
· বন্যা,ঘুর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ বেতার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এজন্য প্রতি ঘন্টার সংবাদে আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রচার করে। প্রতিদিন ৪বার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এছাড়াও কৃষি বিষয়ক অনুষ্ঠানে কৃষক ভাইদের জন্য বিশেষ আবহাওয়া বার্তা প্রচার করা হয়। ১নং বিপদ সংকেতএ সাধারণ আবহাওয়া বার্তা দিনে ৫বার, ২নং ও ৩নং বিপদ সংকেতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ৩নং নৌ বিপদ সংকেতের ক্ষেত্রে আধা ঘন্টা পরপর এবং মহা বিপদ সংকেতের ক্ষেত্রে ১৫মিনিট পরপর এবং আঘাত হানলে ৫মিনিট পরপর আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রচার করা হয়। এঅবস্থায় আবহাওয়ার বুলেটিন প্রচারের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করণীয় সম্পর্কে দূর্গত মানুষদের সতর্ক করা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ পূর্বপ্রস্ত্ততি, সাবধানতা ও পরবর্তীতে করণীয় এবং দুর্যোগ পরবর্তী পুর্নবাসন বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হয়। এক্ষেত্রে অবকাঠামো পুন:নির্মাণ, স্বাস্থ্যসচেতনতা এবং কৃষি পুর্নবাসনকে অধিক গুরুত্ব প্রদান করা হয়।
বাংলাদেশবেতার, সিলেট বিনামূল্যে যে সকল সেবা প্রদান করেঃ
(ক) নিখোঁজ ব্যক্তি সম্পর্কে হারানো বিজ্ঞপ্তি প্রচারে করণীয়ঃ
অসাবধানতাবশত: অনেকের প্রিয় সন্তান, শিশু-কিশোররা হারিয়ে গেলে সেক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট থানায় ডায়েরী করতে হয়। ডায়েরীর কপিসহ বেতারের নির্ধারিত ফরমে আবেদন করলে আবেদন পত্র প্রাপ্তির এক কর্মদিবসের মধ্যে বিনামূল্যে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। সম্ভব না হলে দুই কর্মদিবসের মধ্যে অবশ্যই প্রচার করা হয়। নির্ধারিত ফরম বিনামূল্যে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র থেকে বা বাংলাদেশ বেতারের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নারী, পুরুষ ও শিশু-কিশোর নিখোঁজ ব্যক্তিদের সংবাদও বাংলাদেশ বেতার, সিলেট প্রচার করে থাকে।
(খ)মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের বিজ্ঞপ্তি প্রচারে করণীয়ঃ
সংশ্লিষ্ট রোগীর রক্তসঞ্চালনের জন্য চিকিৎসা প্রতিষ্ঠান/ হাসপাতাল/ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রদত্ত চাহিদা পত্রের কপিসহ বাংলাদেশ বেতার,সিলেট এ রোগীর পক্ষ থেকে তার প্রতিনিধি সাদা কাগজে আবেদন করলে যথাসম্ভব শিঘ্র বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা নেয়া হবে।
(গ)জনস্বার্থ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিঃ
পাবলিক সার্ভিস কমিশন প্রদত্ত নিয়োগ বিজ্ঞপ্তি, আইএসপিআর কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকার জনগুরুত্বসম্পন্ন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যানবাহনেরসময়-সূচি, বিভিন্ন শহরের উল্লেখযোগ্য অনুষ্ঠান প্রচারের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র/ ইউনিটের আঞ্চলিকপরিচালক/পরিচালক বরাবরে বিজ্ঞপ্তি প্রেরণ করলে যথাসম্ভব শীঘ্র তা প্রচারের ব্যবস্থা নেয়া হয়।