বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। তিনশত ষাট আউলিয়ার পূণ্যস্নাত এবং দুটি-পাতা একটি কুঁড়ির অঞ্চল সিলেটে, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র এ অঞ্চলের ইতিহাস- ঐতিহ্য এবং সংস্কৃতির চর্চা ও লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ বেতারের ১২টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে সিলেট কেন্দ্র অন্যতম।
১৯৫৮ সালে প্রথম টিলাগড়স্থ প্রেরণ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় ১৯৬১ সালে। নিজস্ব অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় ১৯৬৭ সালে। ১৯৭০ সালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরিত হয়। সে সময় থেকেই অদ্যাবধি সিলেট বেতার শ্রোতাদের জন্য তথ্য, শিক্ষা, বিনোদন এবং উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। ১৯৭৮ সালের ২২শে নভেম্বর থেকে মিরের ময়দানস্থ প্রচার ভবন থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। টিলাগড়ের দপ্তরটি প্রেরণ কেন্দ্র হিসেবে চালু রয়েছে।
অন্যান্য আঞ্চলিক কেন্দ্রের মতো বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে ৩টি শাখা রয়েছে। এগুলো হলো- অনুষ্ঠান শাখা, প্রকৌশল শাখা ও বার্তা শাখা। সিলেট কেন্দ্রের দুটি অফিস রয়েছে। এর মধ্যে প্রচার ভবনটি মীরের ময়দানে এবং প্রেরণ কেন্দ্র টিলাগড়ে অবস্থিত। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে ৩টি শাখায় মোট অনুমোদিত পদ ১৫৯ টি। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের অনুষ্ঠান সমুহ মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জ, এফ এম ৮৮.৮ মেগাহার্জ ও এফ এম ১০৫.২ মেগাহার্জে প্রচারিত হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS