Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। বেতার অনুষ্ঠান নির্মাণ ও প্রচার এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতির চর্চা ও লালনে এবং জনস্বার্থ ও জাতীয় ইস্যুতে গণসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ বেতারের ১২টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে সিলেট কেন্দ্র অন্যতম।  সিলেট অঞ্চলে বেতার সম্প্রচার শুরুর লক্ষ্যে ১৯৫৮ সালে টিলাগড়স্থ প্রেরণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়        ১৯৬১ সালের পহেলা সেপ্টেম্বর। প্রথমত শুধু ঢাকার অনুষ্ঠান রীলে করে প্রচার করা হতো। নিজস্ব অনুষ্ঠান প্রচার আরম্ভ হয় ১৯৬৭ সালের ২৭শে অক্টোবর। ১৯৭০ সালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র একটি পূর্ণাঙ্গ  আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরিত হয়। সে সময় থেকে অদ্যাবধি সিলেট বেতার শ্রোতাদের জন্য তথ্য, শিক্ষা, বিনোদন এবং উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। ১৯৭৮ সালের ২২শে নভেম্বর মিরের ময়দানস্থ   বেতার ভবন থেকে  অনুষ্ঠান  প্রচার শুরু হয়। টিলাগড়ের দপ্তরটি প্রেরণ কেন্দ্র হিসেবে চালু রয়েছে।

 

বেতার ভবনের তথ্যাদি   

    

ক-অবস্থান                               :মিরের ময়দান, সিলেট

খ-কেন্দ্রের জমির পরিমাণ             :২.৭১একর

গ-অফিস তথ্যাদি                      :তিনতলা প্রশাসনিক ভবন এবং একতলা ষ্টুডিও ভবন

পুরাতন দ্বিতল ডরমেটরী ভবন      :১টি

ঘ-স্টুডিওর সংখ্যা                       : ৫(পাঁচ)টি

ঙ-প্রেরণযন্ত্র (ট্রান্সমিটার)              মোট: ৪(চার)টি

                                              এফ.এম ৮৮.৮ মেগাহার্জ, ১০কিলোওয়াট-১টি। স্থাপন-২০১২

                                             এফ.এম ১০৫.2 মেগাহার্জ, ১কিলোওয়াট-১টি। স্থাপন-২০১০

                                             এফ.এম ৯০ মেগাহার্জ, ৫কিলোওয়াট-১টি। স্থাপন-২০১৩

                                              বিকল্পএফ. এফএম.  ১কিলোওয়াট-১টি। স্থাপন-২০০৭

চ- শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র                :  কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (স্টুডিওব্লকে)

                                             ক্যরিয়র- ২০টন X ৪ইউনিট

ছ- জেনারেটর                          : ২(দুই)টি। ১টি-৪৫ KVA, ১টি-৩০ KVA

 

প্রেরণ কেন্দ্রের তথ্যাদি  :           

  

ক-অবস্থান                          :    টিলাগড়, সিলেট

খ-জমির পরিমাণ                  :  ৬০একর

গ-প্রেরণ যন্ত্রের সংখ্যা            : ১টি, মধ্যম তরঙ্গ-২০কিলোওয়াট। প্রতিষ্ঠাকাল-২০০১

ঘ-জেনারেটর-                      : ২(দুই)টি। ১টি-৪৪ KVA। ১টি-১০০KVA জেনারেটর নতুন সংস্থাপন

                                          করা হয়েছে।এটি পরীক্ষামূলক ভাবে চলছে।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)